নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুলের প্রধান শিক্ষক রফিকুল হাসান নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামুলক বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক রাফিজা খাতুন, আমিরুল ইসলাম, দিবাশিষ দাশ, শহীদুল ইসলাম, সুশান্ত সানা, আবু মোঃ জাকারিয়া প্রমুখ। মানববন্ধনে স্কুলের কচি কচি শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ আজ সন্ত্রাস ও জঙ্গিবাদের থাবায় দিশেহারা। এ পর্যন্ত যেসব জঙ্গিরা আটক হয়েছে। তারা বেশির ভাগই ছাত্র। যারা ছিলো দেশের ভবিষ্যত প্রজন্ম। কিন্তু তাদের ব্রেনে জঙ্গিবাদের ভাবনা ঢুকিয়ে দিয়ে অকালে তাদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জঙ্গিবাদ প্রতিরোধে সরকারের সাথে সাথে সকল পর্যায়ের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।