সাতক্ষীরা

ঘূর্ণিঝড় বুলবুল ॥ সতর্ক থাকার আহ্বান আসাদুজ্জামান বাবু’র

By daily satkhira

November 09, 2019

বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ধেয়ে আসছে বাংলাদেশ উপকূলের দিকে। শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আঘাত হানতে পারে এটি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে সাতক্ষীরা জেলাকে ১০ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন উপকূলবাসীকে সতর্ক করে ঝড় মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করছেন। এ দূর্যোগ মোকাবেলায় সকলকে সতর্ক থাকা এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। তিনি বলেন, এ দূর্যোগের বিষয়ে সকলে অবগত আছেন। আবহাওয়া অধিপ্তরের সংকেত অনুযায়ী সকলে সতর্ক থাকুন এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে অবস্থান নিন। এটি মোকাবেলায় সতর্ক থাকা খুবই জরুরি। প্রেস বিজ্ঞপ্তি