ফিচার

সাতক্ষীরার শ্যামনগরে শক্তিশালী ‘বুলবুল’ প্রথম আঘাত হানবে

By Daily Satkhira

November 09, 2019

ডেস্ক রিপোর্ট: স্যাটেলাইট চিত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বুলবুলের প্রথম আঘাত পড়বে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। গতি পাল্টে আরও শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বড় রকমের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘণ্টায় ১০০-১২০ বেগের বাতাসের শক্তি নিয়ে উপকূলের দিকে ছুটে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। এ গতি আরও ক্রমশ বেড়েই চলেছে।

স্যাটেলাইট ফটোতে পাওয়া ছবি অনুযায়ী, বুলবুলের প্রথম আঘাত পড়বে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। ভারতের গঙ্গাসাগর হয়ে বাংলাদেশে ঢুকবে বুলবুল। উপকূল পার হয়ে বুলবুল বয়ে যাবে দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে। একমাত্র রংপুর জেলা ছাড়া সব জেলাতেই বইবে ঝড়ো হাওয়া ও সাথে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টা পুরো বাংলাদেশে এর প্রভাব থাকবে। বুলবুলের প্রভাব পড়বে রাজ্যের রাজধানী কলকাতাতেও। বিভিন্ন জায়গায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে কলকাতা পুলিশ ও দুর্যোগ বিপর্যয় বাহিনী।