তালা

তালায় ৫ হাজার বাড়িঘর বিধ্বস্ত

By daily satkhira

November 10, 2019

নিজিস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সাতক্ষীরার তালা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার প্রায় ৫ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে হাজার হাজার গাছ। শত শত হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে কয়েক শত মৎস্য ঘের। রাস্তঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। দিশেহারা হয়ে পড়েছে এলাকার মানুষ। প্রায় ২১ হাজার লোক এ তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ১০৪ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ হাজার মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরেছে। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন রবিবার সকালে বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে উপড়েপড়া গাছগুলো অপসারণ করেছেন।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, ঘূর্ণিঝড়ে প্রায় ৫ হাজার কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে, এরমধ্যে শতাধিক কাঁচাঘর একেবার পড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২১ হাজারের বেশি মানুষ। উপড়ে পড়েছে কয়েক হাজার গাছ। শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্টানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে শত শত মৎস্য ঘের। শত শত বিঘা ফসলী জমি তলিয়ে গেছে পানির নিচে। রাস্তঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ১০৪ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

এদিকে শনিবার রাতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের মানুষের মধ্যে শুকনা খাবার, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সমায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,তালা থানার ওসি মেহেদী রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু প্রমুখ।