সাতক্ষীরা

প্লাস্টিকের ডিম কলকাতার বাজারে : সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশেও ঢোকার শঙ্কা

By Daily Satkhira

April 01, 2017

শেখ তহিদুর রহমান ডাবলু : কলকাতার কয়েকটি বাজার থেকে প্লাস্টিকের (নকল) ডিম জব্দ করার পাশাপাশি কয়েক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ। কলকাতায় ডিমের প্রধান পাইকারি বাজার শিয়ালদহ বৈঠকখানাসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে শুক্রবার কয়েক বাক্স নকল ডিম জব্দ করে পুলিশ। এসব ডিম সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার আশংকা করছে সচেতন মহল। উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভুক্ত সাতক্ষীরার এক শীর্ষ অস্ত্র চোরাকারবারী প্রশাসনের একটি অংশকে ম্যানেজ করে জেলায় মাদকসহসহ বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালান অব্যাহত রেখেছে। ওই প্রভাবশালী চোরাকারবারীর আপন ভাই দেবহাটার একটি ইউনিয়নের ইউপি সদস্য যিনি বর্তমানে চালু থাকা জেলার একমাত্র চোরাচালানী ঘাট দক্ষিণ হাড়দ্দাহর একচ্ছত্র নিয়ণ্ত্রক। এই চক্রটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে এসব মারাত্মক সাস্থ্যহানিকর ডিম সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের আশংকা রয়েছে। উল্লেখ্য, এসব ডিম খেলে বা ব্যবহার করলে ক্যান্সারের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে কলকাতার খাদ্যে ভেজাল প্রতিরোধক বিভাগ। চীনের তৈরি বা চীনের প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব ডিম অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতার বাজারে আসে। কলকাতা পুলিশ এসব ডিম বাংলাদেশের বাজারে ঢোকারও আশঙ্কা করছে। তিলজলায় প্রথম ওমলেট করতে গিয়ে বৃহস্পতিবার রাতে প্লাস্টিকের ডিম শনাক্ত করেন অনিতা কুমার নামে এক স্কুল শিক্ষিকা। পুলিশ ও পৌরসভায় অভিযোগ করার পরেই শুক্রবার সকালে পার্ক সার্কাস বাজারের শামিম আনসারি নামে এক ডিম বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। প্লাস্টিকের তৈরি সন্দেহে কলকাতার প্রধান ডিম বাজার শিয়ালদহের বৈঠকখানা থেকে আরও তিন বাক্স ডিম আটক করে এদিনই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কলকাতার পাশাপাশি বর্ধমানের কাটোয়ার বাজারেও এদিন এক ‘ক্রেস্ট’ ডিম পুলিশ আটক করেছে।

প্রাথমিক তদন্তের পর কলকাতা পৌরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় দাবি করেছেন, চীনা প্রযুক্তি ব্যবহার করেই এই প্লাস্টিক ডিম তৈরি করা হয়েছে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে ট্রাকে চেপে আসা ডিমের সঙ্গেই এমন ডিম পাওয়া গেছে।

নকল ডিম চেনার সহজ উপায় হিসেবে কলকাতার ইন্সটিটিউট অব হাইজিনের পুষ্টি বিজ্ঞানী ডা. প্রদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ডিমগুলো তুলনামূলকভাবে বেশি সাদা, চকচকে এবং ভারি। সাধারণ ডিম ভাঙার পরই কুসুমের সঙ্গে কিছুটা জলীয় অংশ বেরিয়ে আসে। কিন্তু প্লাস্টিক ডিমে তা হয় না। ওমলেট অনেক সময় সাদা সিন্থেটিক আকার নিচ্ছে। ক্যালশিয়াম অক্সালেট দিয়ে তৈরি হওয়ায় এই ডিমের খোল আগুনে দিলে পুড়ে গন্ধ বের হচ্ছে। ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি প্লাস্টিকের এই ডিমে স্নায়ুরোগ ও ক্যান্সারের মতো ভয়াবহ অসুস্থতার কথা প্রচার হতেই কলকাতায় তীব্র আতঙ্ক সৃৃষ্টি হয়েছে।