সাতক্ষীরা

সাতক্ষীরায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

By Daily Satkhira

April 01, 2017

মাহফিজুল ইসলাম আককজ : সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলেচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অরুণ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ভূমি সেবা অত্যান্ত গুরুত্বপূর্ণ সেবা। কেউ চিরদিন বেঁচে থাকেনা তাই ভূমি সেবা নিয়ে কোন দূর্ণীতি করা যাবেনা। মুসলমানরা মারা গেলে সাড়ে তিন হাত জায়গা আর হিন্দুরা মারা গেলে শ্বশ্নান-ঘাট। সেজন্য জমি জমা নিয়ে বিশৃঙ্খলা করা ঠিক নয়। সকলকে সেবার মন-মানষিকতা নিয়ে কাজ করতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সদর উপজেলা (ভারপ্রাপ্ত)  নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সেটেলমেন্ট অফিসার মো. লিয়াকত আলী, কালেক্টরেট কর্মকর্তা মাকসুদার রহমান খান চৌধুরী সুজা ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ময়নুল ইসলাম।