সাতক্ষীরা

ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

By Daily Satkhira

April 01, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, সেচ সহায়তা ও আগাছা দমন সহায়তা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে মনে প্রাণে কাজ করছেন। কৃষকদের দোর গোড়ায় পৌছে দেওয়ার জন্য পৌরসভা ও ইউনিয়ন ওয়ারী ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের বিভাজন ও বিতরণের কর্মসূচী দেশ ব্যাপী হাতে নিয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী ও সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল ব্যানার্জী, কিরন্ময় সরকার ও রঘুজিৎ গুহ প্রমুখ। এ সময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৮শ’৮০ জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষককে উফশী আউশ ধান প্রনোদণা এবং নেরিকা আউশ ধানে ৩শ’৩০ জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষককে এ সহায়তা দেওয়া হয়। প্রতি একজন কৃষককে খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে উফশী আউশ ধান ও নেরিকা আউশ ধান উৎপাদনের লক্ষ্যে প্রনোদণা কর্মসূচীর আওতায় বিতরণের প্রত্যেক চাষিকে ৫ কেজি আউশ ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৪ শত টাকা সেচ সহায়তা, ৩শত ৩০ জন নেরিকা আউশ চাষী প্রত্যেককে ১০কেজি নেরিকা আউশ ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৪শত টাকার সেচ সহায়তা, ৪ শত টাকা আগাছা দমন সহায়তা দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সীমন্ত কুমার দাশ।