তালা

তালায় ৭১ এর গণহত্যা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

By Daily Satkhira

April 01, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলায় ৭১ এর গণহত্যা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তালার শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় চত্বরে এ সংলাপটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগন্থাগার এ সংলাপের আয়োজন করে। তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দীনের সভাপতিত্বে গণহত্যা সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নুরুল ইসলাম, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, মুক্তযোদ্ধা অধ্যাপক আবু বকর মোড়ল, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক হাশেম আলী ফকির, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইনামুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শ্যামল কুমার প্রমুখ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এক অহিসংস গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে হাজার বছরের পরাধীন জাতি সেদিন স্বাধীনতা অর্জনের জন্য প্রস্তুত হয়। কিন্তু বাঙালি জাতির স্বাধীনতার এই আকাংখাকে চিরতরে স্তব্ধ করে দিতে নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানী হানাদাার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাত্রে “অপারেশন সার্চলাইট” এর নামে চালায় নারকীয় হত্যাযজ্ঞ। পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর চাপিয়ে দেয় এক অন্যায় যুদ্ধ। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সে সময় স্বাধীনতার জন্য উন্মুখ বাঙালি পাকিস্তানীদের এই অন্যায় যুদ্ধোর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে লিপ্ত হয়। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ শহিদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। সে দিন আমাদের খুলনা-সাতক্ষীরার অঞ্চলের চুকনগর, ডাকরা, পারুলিয়া, বাদামতলা, ঝাউডাঙ্গা, পারকুমিরা, সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়সহ কমপক্ষে ১২টি জায়গায় পাকিস্তানী হানাদার বাহিনী শত শত নীরিহ বাঙালি জাতিকে গণ হত্যা করে। বক্তারা এ সময় তাদের সেই হৃদয়বিদারক ও ভয়াবহ দিনের কথা স্মরণ করেন উক্ত সংলাপে।