আন্তর্জাতিক

মানবাধিকার কর্মী অপহরণ করেছে সৌদি!

By Daily Satkhira

November 13, 2019

বিদেশের খবর: সুইজারল্যান্ডের শহর জেনেভা থেকে দুই সৌদি সমালোচক দু্ই মানবাধিকার কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে সৌদি আরব। ব্রিটেন ভিত্তিক দাতব্য সংস্থা প্রিজনার্স অব কনসাসের বরাতে দ্য নিউজআরাবিয়া এ খবর দিয়েছে।

নিউজঅ্যারাবিয়ার খবর বলা হয়, আইনজীবী হাসান আল-ওমারিকে ২০১৭ সালের অক্টোবরে অপহরণ করা হয়েছিল। এছাড়া চলতি বছরের মার্চে মানবাধিকার কর্মী হাসান আল-কানানিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

প্রিজনার্স অব কনসাস সাধারণত সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করে। সংস্থাটি বলছে, সৌদি কর্তৃপক্ষ দেশটির এই দুই সমালোচককে অপহরণ করে নিয়েছে।

তাদের নিখোঁজে নেপথ্যে সৌদির ভূমিকা রয়েছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ইয়েমেনে বিমান হামলা চালিয়ে হাজার হাজার বেসামরিক লোককে হত্যার ঘটনায় রিয়াদের সমালোচনা করে আসছিলেন আল-ওমারি। গৃহযুদ্ধ কবলিত প্রতিবেশী দেশটি থেকে অতিসত্বর সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন তিনি।

তবে এই অপহরণের খবর নিয়ে সৌদি ও সুইস কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।