আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩২

By Daily Satkhira

November 14, 2019

বিদেশের খবর: ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘন্টায় এই নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানা গেছে।

জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় দুজন শীর্ষ পর্যায়ের কমান্ডারও নিহত হয়েছেন।

এর একদিন আগে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার বাহা আবু আল-আতা ও তার স্ত্রীর নিহত হন।

আল-কুদস ব্রিগেড বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের বিমান হামলায় খালিদ মাবাজ নামে ৩৮ বছর বয়সী আরও একজন কমান্ডার শহীদ হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের দুদিনের হামলায় শিশুসহ ৩২ জন নিহত হয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ইসরায়েলের বিরুদ্ধে রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেয়ার সময় মাভাজের উপর হামলা চালানো হয়।

জানা গেছে, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি, আরব লীগ এবং জর্দান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে।

এদিকে, ইসরায়েল এবং গাজার মধ্যকার সংঘর্ষের প্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির জন্য মিসর প্রচেষ্টা চালাচ্ছে।

সূত্র : আল-জাজিরা