কলারোয়া

কলারোয়ায় দুর্নীতি বিরোধী শপথ পাঠ

By Daily Satkhira

April 01, 2017

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো বাঁচাবো দেশ, সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ (২৬ মার্চ-১ এপ্রিল) উদযাপন উপলক্ষে ৭ম অর্থাৎ শেষ দিন শনিবার বেলা ১১ টায় কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল অডিটোরিয়ামে দুর্নীতি বিরোধী শপথনামা পাঠ করানো হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এ শপথনামায় সততা সংঘের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সবখানেই দুর্নীতি বিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। শপথপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর আবু নসর। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেহের উল্লাহ, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুর রহমান, মাস্টার মনিরুজ্জামান, মাস্টার উত্তম কুমার পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও মিসেস লতিফা আক্তার, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, উৎপল কুমার সাহা, সততা সংঘের পক্ষে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ওমর সাদত, পুরবী রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠানের সমাপনী পর্বে সততা সংঘের সদস্যদের দুর্নীতি বিরোধী শপথনামা পাঠ করানো হয়।