দেবহাটা

দেবহাটায় জমি নিয়ে বিরোধে আদালতে রিভিশন দাখিল

By daily satkhira

November 15, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটার সখিপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন দাখিল করা হয়েছে। যার ফৌজদারী রিভিশন নং- ১৫০/২০১৯। বিজ্ঞ জেলা ও দায়রা জজ বিষয়টি আমলে নিয়ে উক্ত বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের আদেশের কার্যকারীতা স্থগিত করে পরবর্তী শুনানী না হওয়া আগামী ধার্য্য তারিখ পর্যন্ত উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, দেবহাটা উপজেলার সখিপুর মৌজার এসএ ১নং খতিয়ানের ২০৬৫ দাগে ৪২ শতক জমি নিয়ে সখিপুর গ্রামের মৃত মোসলেম মল্লিকের ছেলে আব্দুল গফুর মল্লিকের সাথে ও পাশর্^বর্তী সখিপুর গ্রামের মুনছুর আলীর ছেলে মোস্তাফিজুর রহমানের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পি-১৪২১/১৮ নং মামলা দায়ের করেন। উক্ত মামলায় প্রদত্ত গত ইং ০৬-০৮-১৯ তারিখের আদেশের বিরুদ্ধে আব্দুল গফুর মল্লিক ক্রিমিনালী প্রসিডিউর কোডের ৪৩৫/৪৩৯ এ ধারা মতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারী রিভিশন নং- ১৫০/২০১৯ মামলা দায়ের করে তর্কিত আদেশের কার্যকারীতা স্থগিত করার প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উক্ত আদেশের কার্যকারীতা স্থগিত করে পরবর্তী শুনানী না হওয়া আগামী ধার্য্য তারিখ পর্যন্ত উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। রিভিশনকারী আব্দুল গফুর মল্লিকের ভাই আবু আব্দুল্লাহ আল আজাদ জানান, বিজ্ঞ আদালত আগামী ২৪-১১-১৯ ইং তারিখ পর্যন্ত উক্ত আদেশের কার্যকারীতা স্থগিত করেছেন। তিনি আরো জানান, তিনি তার ভাইয়েরা বাদী হয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ২নং আদালতে মোস্তাফিজুর রহমান গংয়ের বিরুদ্ধে গত ইং ০৫-১১-১৮ তারিখে একটি মামলা দায়ের করেছেন। যার নং- ১৩২/২০১৮ (দেব)। মামলাটি বিচারাধীন আছে বলে তিনি জানান।