সাতক্ষীরা

সাতক্ষীরায় ১০০ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক

By daily satkhira

November 16, 2019

নিজস্ব প্রতিনিধি : ১০০ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আবুল কালাম আজাদ, এসআই (নিঃ) রবিন চন্দ্র মন্ডল সঙ্গীয় ফোর্স কাশেমপুরস্থ বাইপাস সড়কের বকচরা এলাকায় থেকে খুলনা জেলার পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের মোস্তফা গাজীর পুত্র শাহিনুর গাজী ও তার স্ত্রী রাবেয়া খাতুন কে আটক করে। এসময় তাদের তল্লাশী করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।