কালিগঞ্জ

কালিগঞ্জে ভূমি সেবা সপ্তাহে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

By Daily Satkhira

April 02, 2017

কালিগঞ্জ ব্যুরো : “আপনার জমি, আপনার অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স কাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে ও প্রেসকাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, যুদ্ধকালিন কমান্ডার, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। এসময় বক্তারা বলেন অর্পিত সম্পত্তির (খ) তপশীল ভূক্ত জমি নামপত্তনে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৫ বিঘা জমির খাজনা মাফ করলেও সাধারণ ভূমির মালিকদের সর্বোচ্চ হারে খাজনা দিতে বাধ্য করা হচ্ছে। আইন, আদালত ও সরকার অর্পিত সম্পত্তি (রিলিজ) বা অবমুক্ত করলেও কালিগঞ্জ উপজেলা থেকে (ক) তপশীল গেজেট সংশোধনের জন্য নতুন করে তালিকা পাঠানো হয়েছে। এতে করে সাধারণ ভূমির মালিকদের ভোগান্তি আরো বেড়ে যাবে বলে বক্তারা উল্লেখ করেন। (ক) তপশীল প্রস্তাবকৃত নতুন তালিকা প্রনয়নের সময় ভূমি মালিকদের না জানিয়ে বা গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে যাচাই বাছাই ছাড়াই এই নামের তালিকা পাঠানো হয়েছে। ১৫০ ধারা, ৯২ (ক) ধারা ও ২০ এর (খ) ধারা কেসে ১টি মাত্র শুনানি দিয়ে প্রথম দিনেই কাগজপত্র যাচাই বাছাই ও দখল তদন্ত ছাড়াই রায় ঘোষণা করায় সাধারণ মানুষের ভোগান্তি আরো বেড়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যায়ে সর্বস্তরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলায়ও এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনভোগান্তি লাঘব হবে। টাউট, বাটপার, দালাল, ফড়িয়াদের হাত থেকে ভূমি প্রশাসন রক্ষা পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, বিশিষ্ঠ সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, প্রেসকাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা ভূমি কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ইউনিয়ন সহকারী কর্মকর্তা আইনূল হক প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, কৃষক ও সাংবাদিকবৃন্দ।