নিজস্ব প্রতিনিধি : ঝাউডাঙ্গায় ঘর দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী হতদরিদ্র নারী সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর শরিফুজ্জামান ময়না ছয়ঘরিয়া গ্রামের হতদরিদ্র নাজমুল ইসলামের স্ত্রী বেতারা বেগমকে ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে ঘর পেতে ২০ হাজার টাকা লাগবে। তিনি অতি গরিব মানুষ হওয়ায় অনেক কষ্টে ১০ হাজার টাকা জোগাড় করে ওই মেম্বর ময়নার কাছে দেন। কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক ঘর না দিয়ে বিভিন্ন তাল বাহানা শুরু করে সুচতর মেম্বর শরিফুজ্জামান ময়না। বেতারা ছাড়াও একই এলাকার আরো ৫ জন হত দরিদ্রের কাছ থেকেও তার পোষা বাহিনীর সদস্য আকরাম হোসেন ও নাজিম ঘর দেওয়ার প্রতিশ্রুতিতে অনেক অর্থ আদায় করেও ঘর দিচ্ছে না। পরবর্তীতে ঘর বা টাকা ফেরত চাইতে গেলে ওই মেম্বরের বাহিনীর সদস্যরা আকরাম হোসেন ও নাজিমসহ বিভিন্ন ব্যক্তিরা হুমকি-ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। এঘটনায় উক্ত দুর্নীতিবাজ মেম্বর শরিফুজ্জামান ময়নার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হত দরিদ্র বেতারা বেগম।