শ্যামনগর

কৈখালীতে নদীর বেড়ীবাধ কেটে লোনাপানি তোলায় ফসলী জমির ক্ষয়ক্ষতি

By daily satkhira

November 18, 2019

নিজস্ব প্রতিবেদক: পশ্চিম কৈখালীতে ২’শ বিঘা জমিতে লবন পানি তুলে মাছ চাষ করার অভিযোগ পাওয়া গেছে। একইসাথে পশ্চিম কৈখালী বিল, ৭৮ এর বিল, সাহেবখালীর ্িবল সহ পাশর্^বর্তী অনেক বিলে কৃষি চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, ঘের মালিকদের অনিয়ন্ত্রিত পানি তোলার কারণে পাশর্^বর্তী কৃষি জমি প্লাবিত হচ্ছে এবং জোয়ারের পানির কারণে মানুষের বসতভিটার উপরে পানি উঠছে। এ বিষয় ভূক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, এলাকার বাবলু গাজী, আব্দুল্লাহ গাজী, রাজ্জাক গাজী, ফজলু গাজী সহ ১০/১২ জন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ওয়াপদার ভেড়ীবাধা কেটে পাইপ কল দিয়ে অতিরিক্ত পানি উঠানোর কারণে ফলন্ত ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ভুক্তভোগী দিন মোহাম্মদ, দাউদ, আমিনুর রহমান সহ এলাকার নাম প্রকাশে একাধিক ব্যক্তি জানান, ঘের মালিকরা যদি এভাবে তাদের ইচ্ছামত ঘের করতে থাকে, তাহলে আমাদের কৃষি চাষ অনিশ্চিত হয়ে যাবে। যারা ঘের করেন সেসকল ঘেরের কোন ক্যানেল নেই, আউট ড্রেন নেই, সেহেতু এ এলাকা অদূর ভবিষ্যতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা-৪ অসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর উপ সহকারী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগীরা প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।