ডেক্স রিপোর্ট : সারা দেশের ন্যায় আজ শুরু হচ্ছে এইচ.এস.সি ও সমমানের পরীক্ষা। জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৭ টি কেন্দ্রে ১৭ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের চেয়ে এ বছর পরীক্ষা কমেছে ৩ হাজার ৪১৮ জন। এইচএসসি পরীক্ষায় ২১ টি কেন্দ্রের ১১ হাজার ২৯৮ জন, বিএম শাখায় ৮ টি কেন্দ্রের মোট পলীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৫৫ জন। এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ টি কেন্দ্রের ১৫১ জন এবং আলিম পরীক্ষায় ৭টি কেন্দ্রে ১ হাজার ৬১২ জন অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সূত্র জানায়, সদর উপজেলায় এইচএসসি পরীক্ষায় সরকারি কলেজ কেন্দ্রে ৯৩০ জন, সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১৩৫৮ জন, সিটি কলেজ কেন্দ্রে ৬৯৯, দিবা-নৈশ কলেজ কেন্দ্রে ৪৯০ জন অংশ নিচ্ছে। অন্যদিকে, আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৪০২ জন, এইচএসসি বিএম শাখায় পি এন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮৮৮জন, ভোকেশনাল শাখায় সরকারি টেকনিক্যাল স্কুলএন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২১৪জন, তালা উপজেলায় এইচ এস সি পরীক্ষায় তালা সরকারি কলেজ কেন্দ্রে ১৫১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তালা উপজেলার তালা সরকারি কলেজ কেন্দ্রে ৪২০ জন, কুমিরা মহিলা কলেজ কেন্দ্রে ২৪৩ জন, পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ কেন্দ্রে ২৬৬ জন ও তালা মহিলা কলেজ কেন্দ্রে ২০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আলিম পরীক্ষায় ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৭৮ জন, বিএম শাখায় কুমিরা মহিলা কলেজ কেন্দ্রে ৬৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কালিগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় কালিগঞ্জ কলেজ কেন্দ্রে ৪২৬ জন, রকেয়া মুনসুর মহিলা কলেজ কেন্দ্রে ৩৭০ জন, নলতা আহসানিয়া মিশন রেসিঃ কলেজ কেন্দ্রে ৪৭১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিএম শাখায় রকেয়া মুনসুর মহিলা কলেজ কেন্দ্রে ২৮১ জন, কালিগঞ্জ কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২১৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কলারোয়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রে ৩৬১ জন, শেখ আমানুল্লাহ কলেজ কেন্দ্রে ২৯০ জন, বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে ৮৯৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আলিম পরীক্ষায় কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১১২ জন, বিএম শাখায় শেখ আমানুল্লাহ কলেজ কেন্দ্রে ১০৯০ জন পরীক্ষার্থী অংশ নিচে। আশাশুনি উপজেলায় এইচএসসি পরীক্ষায় আশাশুনি কলেজ কেন্দ্রে ৫৫৯ জন, মহিলা কলেজ কেন্দ্রে ৩২২ জন, দরগাহপুর এসকেআর এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৭৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিএম শাখায় আশাশুনি কলেজ কেন্দ্রে ২৮৯ জন এবং আলিম পরীক্ষায় আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ২৩১ জন ও গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। দেবহাটা উপজেলায় এইচএসসি পরীক্ষায় খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ কেন্দ্রে ২৩১ জন, হাজী কেয়াম উদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে ৪২৮ জন, বিএম শাখায় দেবহাটা কলেজ কেন্দ্রে ৩৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শ্যামনগর উপজেলায় এইচএসসি পরীক্ষায় সরকারি মহসিন কলেজ কেন্দ্রে ৯১৯ জন, আতরজান মহিলা কলেজ কেন্দ্রে ৬৩৮ জন, বিএম শাখায় আতরজান মহিলা কলেজ কেন্দ্রে ৪৬৩ জন এবং আলিম পরীক্ষায় কেন্দ্রীয় মাদ্রাসায় ৩৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। উল্লেখ্য পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও দুর্নীতিমুক্ত করতে পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ প্রয়োগ করার মাধ্যমে নকলমুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠান প্রধানকে জেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ করার জন্য ফৌজদারী দন্ডবিধি ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাটকেলঘাটা: পাটকেলঘাটার দুটি কেন্দ্রে জেনারেল শাখায় পরীক্ষার্থীর সংখ্যা ৫০৯ জন। পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজে কেন্দ্র সচিব অধ্যক্ষ ওয়াজিহুর রহমান খান জানান, তার কেন্দ্রে কুমিরা মহিলা কলেজ হতে আজ বাংলা (আবঃ) প্রথম পত্র পরীক্ষায় ১৫২ জন ও শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে ১১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। অপর দিকে কুমিরা মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ লুৎফুনআরা জামান জানান, তার কেন্দ্রে পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজ হতে ১৮৬ জন ও সুভাশুনি ডিগ্রি কলেজ হতে ৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। অন্যদিকে এইচ.এস.সি ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় কুমিরা মহিলা কলেজ কেন্দ্রে ও কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় উপকেন্দ্রে মোট ৬৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। উভয় কেন্দ্রের সচিব জানান, পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।