জাতীয়

কমিশন নিয়ে ওষধু লেখায় ডাক্তারি পেশা নষ্ট হচ্ছে -হাইকোর্ট

By Daily Satkhira

November 19, 2019

দেশের খবর: কমিশন নিয়ে প্রেসক্রিপশনে বিভিন্ন কোম্পানির ওষধু লেখার কারণে ডাক্তারি পেশা নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ কথা বলেন।

ওষুধ প্রশাসন অধিদফতরকে উদ্দেশ্য করে আদালত বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের ক্ষেত্রে ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা পর্যাপ্ত নয়। অল্প সাজায় সুফল পাওয়া যাচ্ছে না। একই ফার্মেসিতে একাধিকবার মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে নিয়মিত মামলা করবেন।

আদালত আরও বলেন, ভেজাল ওষুধের সাথে জড়িতদের যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হওয়া উচিত।

এদিন আদালতে একটি প্রতিবেদন দাখিল করে ওষুধ প্রশাসন অধিদফতর। আদালত এ বিষয়ে পরবর্তী শুনানি ও ওষুধ শিল্প মালিক সমিতিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে প্রতিবেদন দিতে ১২ ডিসেম্বর দিন ধার্য করেন।