সাতক্ষীরা

জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

By daily satkhira

September 08, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এফ. এম এহতেশামূল হক, ১৭ বিজিবি’র ক্যাপ্টেন রাশেদুল আলম, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আবু আহমেদ, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মো. মনজুর আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন কুমার মুখার্জী প্রমুখ। সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। এছাড়া ভূমি দস্যুদের কবল থেকে অবৈধ দখলে থাকা খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্ঠন করে প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা মামলার অভিযুক্ত শিক্ষক রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জেলায় আগস্ট ২০১৬ মাসের থানা ওয়ারী অপরাধ বিবরণীতে ৩০৩টি মামলা হয়েছে বলে জানান হয় জেলা পুলিশের পক্ষ থেকে। যা জুলাই ২০১৬ মাসের চেয়ে মামলা বেশী হয়েছে। জুলাই মাসে মামলার সংখ্যা ছিল ২’শ ২৪টি। এ সময় জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।