দেবহাটা

দেবহাটায় অতিরিক্ত দামে লবণ কেনা-বেচা করায় ৩ ব্যক্তি আটক

By Daily Satkhira

November 20, 2019

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় অতিরিক্ত দামে লবণ ক্রয়-বিক্রয় করায় লবণের ভ্যান সহ ১ জন বিক্রেতা ও ২ জন ক্রেতাকে আটক করেছে পুলিশ। এক শেনীর অসাধু ব্যক্তিরা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা এবং নিজেদের ফায়দা লুটতে বাজারে ‘গুজব’ ছড়াতে থাকলে দোকানদাররা উচ্চ দামে লবণ বিক্রি করতে থাকে। পরে দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে লবণের ভ্যান সহ উক্ত ব্যক্তিদেরকে আটক করে। আটক কৃতরা হলেন, বহেরা বাজার এলাকার ক্রেতা আব্দুল লতিফের পুত্র আক্তারুজ্জামান, নাংলা বাজার এলাকার বিক্রেতা আব্দুর রাজ্জাকের পুত্র ইব্রাহিম, ক্রেতা আহাদ আলীর পুত্র রফিকুল। এছাড়া সখিপুর বাজারের দয়াল ও ইয়াকুবের দোকান থেকে টাউনশ্রীপুর সাঈদের দোকানে ভ্যান বোঝায় করে লবণ নিয়ে যাওয়ার সময় ভ্যান সহ উক্ত লবণ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, অতিরিক্ত দামে লবণ ক্রয়-বিক্রয় করায় লবণের ভ্যান সহ ৩জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, যারাই গুজব রটাবে এবং বেশি দামে লবণ বিক্রি করবে প্রশসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।