সাতক্ষীরা

পৌর কাউন্সিল কালু কোন সন্ত্রাসী বা ভূমিদস্যুতার সাথে জড়িত নন

By daily satkhira

November 20, 2019

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর কাউন্সিল শেখ জাহাঙ্গীর হোসেন কালু কোন সন্ত্রাসী বা ভূমিদস্যুতার সাথে জড়িত নন বলে দাবি করে দু:খ প্রকাশ করেছেন কাটিয়া গ্রামের মৃত আবু তালেব সরদারের পুত্র শরিফুল ইসলাম। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পলাশপোল মৌজায় আমার মায়ের নামীয় সম্পত্তি নিয়ে পাশ্ববর্তী ব্যক্তিদের সাথে আমার বিরোধ রয়েছে। এবিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল আমাকে চাপ প্রয়োগ করে একটি সংবাদ সম্মেলন করার জন্য। গত ৮ জুলাই সাতক্ষীরা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে অনাকাঙ্খিতভাবে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়। উক্ত সংবাদটি ৯ জুলাই বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। যা সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে। উক্ত জমি-জমা সংক্রান্ত বিষয়ে কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুর কোন সম্পৃক্ততা নেই। আমি উক্ত সংবাদ সম্মেলনে কাউন্সিলের নাম থাকায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। উক্ত কাউন্সিলর কোন ধরনের দখলদার ও বা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নন। তার রাজনৈতিক এবং সামাজিক সুনাম নষ্ট করার জন্য একটি মহল বিভিন্ন ভাবে চাপপ্রয়োগ করে আমাকে দিয়ে এধরনের মিথ্যা সংবাদ সম্মেলন করিয়ে নিয়েছে। যে কারণে এটি আমি করতে বাধ্য হয়েছিলাম। এঘটনায় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুর সম্মানের ক্ষতি হয়েছে। বিষয়টি অনাঙ্খিত এবং অনিচ্ছাকৃতভাবে হওয়ায় দারুনভাবে ব্যথিত। তিনি কাউন্সিলর কালুর উত্তোরত্তর সাফল্য কামনা করেছেন।