শুক্রবার সকালে বিজিবির একটি টহল দল এই সোনা আটক করে।
কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলি জানান, সকালে কাকডাঙ্গা সীমান্তে বিজিবির টহল দলকে দেখে মোটরসাইকেল ফেলে দুই আরোহী পালিয়ে যায়।
তিনি জানান, এসময় মোটরসাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো ভারী দ্রব্য দেখে বিজিবি তা খুলতেই বেরিয়ে পড়ে সোনা। যার ওজন চার কেজি ৬৭০ গ্রাম। তবে সোনা পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি।
পরে ওই সোনা নিয়ে যাওয়া হয় সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, এ ব্যাপারে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।