সাতক্ষীরা

কেড়াগাছী সীমান্তে ফেনসিডিল সহ কথিত সাংবাদিক শরিফুল গ্রেফতার

By daily satkhira

November 22, 2019

মেহেদী সোহাগ, কেড়াগাছী : কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫ নং কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা সীমান্ত থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ,ভূয়া সাংবাদিক শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র ৩৩ ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপি’র সদস্যরা। গ্রেফতারকৃত ঐ ভূয়া সাংবাদিক শরিফুল ইসলাম (২৫) উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি গ্রামের আব্দুল ওহাবের পুত্র ।

বিজিবি কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকাল ৩ টা ১০ মিনিটের দিকে এপাছি ১৬০ সিসি মোটরসাইকেলে করে ৫০ বোতল ফেনসিডিল নিয়ে কাকডাঙ্গা সীমান্ত ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার নূরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে থামানোর চেষ্টা করলে সে টহলরত বিজিবি সদস্যদের ভীতি প্রদর্শন করে পলায়নের চেষ্টাকালে ধৃত হয়। এ সময় শরিফুল সাংবাদিকের পরিচয় দেয়। এ সময় তার কাছ থেকে এপাছি ১৬০ সি সি মোটরসাইকেল,প্যাকেটে থাকা ৫০ বোতল ফেনসিডিল ও একাধিক সংবাদ পত্রের ভূয়া পরিচয়পত্র উদ্ধার করা হয় । অনুসন্ধানে জানা গেছে, আটককৃত ঐ মাদক ব্যবসায়ী ও ভূয়া সাংবাদিক শরিফুল দীর্ঘদিনধরে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা করে আসছিল । সে সীমান্তের চোরাকারবারিদের থেকে নিয়মিত চাঁদা আদায় করতো বলে জানিয়েছে একাধিক স্থানীয় সূত্র । অন্য আরেকটি সূত্র জানিয়েছে, হঠাৎ আঙুল ফুলে কলাগাছে পরিণত হওয়া শরিফুলের পৈতৃক সম্পত্তি বলতে ১০ কাঠা ভিটাবাড়ি ছাড়া আর কিছুই ছিলো না। হঠাৎ এপাছি মোটরসাইকেল,গরু,ছাগল দিয়ে মেয়ের জন্মদিন পালন করে ঐ মাদক ব্যবসায়ী শরিফুল । সাংবাদিকতার মহান পেশার নাম ভাঙিয়ে মাদক ব্যবসার সম্রাট বনে যাওয়া ঐ শরিফুল প্রশাসনের কর্মকর্তাদের ও ব্লাকমেইল করার চেষ্টা করে যাচ্ছিলো বহুদিন ধরে । ।