তালা

অবশেষে সাতক্ষীরার ‘দুধ গ্রাম’ বিদ্যুতের আলোয় আলোকিত হলো

By Daily Satkhira

April 02, 2017

সেলিম হায়দার : বহু প্রতীক্ষার পর বাংলাদেশের দুধ গ্রাম নামে খ্যাত সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামে বিদ্যুতের আলো পৌঁছেছে। রবিবার স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এ বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবার মোট ১৫৯টি পরিবার এ বিদ্যুৎ সংযোগ পেয়েছে। উল্লেখ্য, বিপুল পরিমাণ দুধ উৎপাদনের কারণে সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা-নলতা গ্রামকে বাংলাদেশের দুধ গ্রাম বলে অভিহিত করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই গ্রামের প্রতিটি বাড়ি ও দুগ্ধ খামারে বিদ্যুতের সংযোগ দাবি আসছিলেন এলাকাবাসী। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে তালা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির ধারাবাহিকতার অংশ হিসেবে রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের ১১৬ এবং খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের ৪৩ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের ১.৪৮৯ কিলোমিটার বিদ্যুতায়নের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনের সভাপতিত্বে ও  উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় এক আলোচনা সভায় বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাশ, সহকারী জেনারেল ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কৃষ্ণ কান্ত, বিশিষ্ট ঘের ব্যবসায়ী সৈয়দ সোহেল রানা, ইউপি সদস্য রেহানা খাতুন, মোহাম্মদ আলী নিকারী, অরুন কুমার ঘোষ, ওকেল খাঁ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হোসেন আলী গাজী এবং  সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। পরে উপজেলার মহান্দী গ্রামের ৪৩ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধান অতিথি।