সাতক্ষীরা

জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা

By daily satkhira

November 23, 2019

জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মোঃ শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী চাঁদনী খাতুন, সহ-সভানেত্রী নূর জাহান খাতুন, সাধারণ সম্পাদিকা নাজমা খাতুন, মোঃ সাইদুল ইসলাম, আলমগীর হোসেন, গোলাম মোস্তফা, বেলাল হোসেন, কামরুজ্জামান প্রমুখ। সভায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে অর্ধশতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের উপস্থিতিতে সভায় আগামী ৩ বছরের জন্য গঠনতন্ত্র অনুযায়ী হাত উঁিচতে সমর্থনের মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ অনুমোদন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি মোঃ আব্দুল আহাদ, সহ-সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রেহেনা পারভীন, প্রচার সম্পাদক হারুন উর রশিদ, নির্বাহী সদস্য মোঃ কওছার আলী, মোঃ জামাত আলী, বাদসা, শাহাজাহান, সেলিম। উল্লেখ্য অর্থ সম্পাদক কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় মনোনীত করা হবে।