সাতক্ষীরা

আগরদাড়ীতে ডিপিও লিডারদের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময়

By daily satkhira

November 24, 2019

নিজস্ব প্রতিনিধি: ডিআরআরএ পিআইএইচআরএস ফেজ-২ প্রকল্পের আওতায় আগড়দাড়ী ইউনিয়নে ডিপিও লিডারদের সাথে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টায় আগরদাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে সিবিএম এর সহায়তায় ও ডিআরআরএ সংস্থা সভাটির আয়োজন করে। সভায় আগরদাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি আরআরএ এর জেলা ম্যানেজার মো. আবুল হোসেন, সদর উপজেলা কমিউনিটি মবিলাইজার মো. নুরুল হুদা, কমিউনিটি ভলেন্টিয়ার মো. আবুল কাশেম, ডিপিও সদস্য আমিনুর রহমান, রোখসানা বেগস প্রমুখ। মতবিনিময় সভায় কমিউনিটি ক্লিনিকের প্রধান পৃষ্টপোষক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ ও সি জি গ্রুপের যে বড় একটি ভুমিকা আছে এবং চিকিৎসা সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান বিষয়ে সরকারী পরিপত্র বিষয়ে আলোচনা করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের হাসপাতালে রেফার করা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা সহজে ও বিনামূল্যে পেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। একইসাথে প্রতিবন্ধীরা যাতে করে সমাজের মূল ধারায় ফিরে আসতে পারে তার জন্য সরকারী বিভিন্ন অফিসের সাথে লিংকেজ বিষয়ে ও আলোচনা করা হয়। অনুষ্ঠানের সভাপতি ডিআরআরএ’র এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং আগড়দাড়ী ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের একীভুত স্বাস্থ্য সেবার পাশাপাশি বিভিন্ন সেবা ও সকল সুযোগ সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে জানান। এছাড়া ডিআরআরএ পরিচালিত ক্যাম্প এর তথ্য তাদের দেওয়া ও ক্যাম্প করার পূর্বে ইউপি মেম্বরদের অবগত করার কথা বলেন।