নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরার ৫১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডাঃ মোঃ আব্দুল কাদের কে সভাপতি ও ডাঃ সজীব কুমার ঘোষ কে সাধারণ সম্পাদক এবং ডাঃ মোক্তারুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। রবিবার বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ জহির উদ্দীন মবু’র নির্দেশনায় কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরা এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ডাঃ মুনসুর আলী, সহ-সভাপতি যথাক্রমে ডাঃ অনির্বান সরকার,ডাঃ মতিয়ার রহমান, ডাঃ অরুন কুমার বিশ্বাস, ডাঃ মুজিবুর রহমান, ডাঃ বিশ্বজিৎ কুমার, যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ মশিউর রহমান, ডাঃ শফিকুল ইসলাম ও ডাঃ এইচ এম কামাল পাশা, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ তুহিন জাহাঙ্গীর, ডাঃ নির্মল সরকার, ডাঃ শরিফুজ্জামান বাবু, ডাঃ আলমগীর হোসেন, ডাঃ মাজাহরুল ইসলাম, ডাঃ শংকর কুমার, ডাঃ ইদ্রিস আলী। এছাড়াও কমিটিতে ১৮ জনকে সম্পাদক মন্ডলীর সদস্য এবং ১৪ জনকে কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত করে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরা এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।