আশাশুনি

শ্যামনগরে বেঙ্গল সিমেন্টে’র শিল্পীরাজ সম্মেলন

By daily satkhira

November 24, 2019

আশাশুনি ব্যুরো: ”এসেছি গড়তে, এসেছি জয় করতে” শ্লোগানকে সামনে রেখে বেঙ্গল সিমেন্টের শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার সকল রাজ মিস্ত্রীদের সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় শ্যামনগর উপজেলা ইঞ্জিঃ মোঃ মানিক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল সিমেন্টের ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেঙ্গল সিমেন্টের এজিএম মঈনুল হাসান শিমুল। বেঙ্গল সিমেন্টের আরএসএম গোলাম রব্বানির পরিচালনায় ও টিএসএম আলিমুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিঃ মোঃ জুয়েল, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, বেঙ্গল সিমেন্টের এসপিও শফিক আহম্মেদ নুর, আব্দুস সামাদ প্রমুখ। এসময় মেসার্স নলতা ট্রেডার্স এর মালিক আলহাজ্জ ইকবাল হোসেন, মেসার্স কাশেম ট্রেডার্স এর মালিক বাহালুল কবিরসহ নির্মান শিল্পীর শতাধিক রাজ মিস্ক্রী উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা সব ধরনের স্থাপনায় উন্নত কাঁচামাল দিয়ে তৈরী, বিএসটিআই অনুমদিত, বুয়েট কর্তৃক অনুমোদিত ও জার্মান প্রযুক্তি দ্বারা উৎপাদিত বেঙ্গল গ্রুপের বেঙ্গল সিমেন্ট ব্যবহারের আহবান জানান।