কালিগঞ্জ

কালিগঞ্জে বিশ্ব অটিজম দিবসের র‌্যালি ও আলোচনা সভা

By daily satkhira

April 02, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের আয়োজনে রোববার সকাল ১১ টায় দিবসটি উদ্যাপনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জালালুর রহমান, নলতা কমিউনিটি হেল্থ ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আকবার আলী খান টিপু, সংরক্ষিত ইউপি সদস্য লাইলী পারভীন প্রমুখ। এসময় বক্তারা বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজমদের নিয়ে কাজ করায় বিশ্বসংস্থা তাকে পুরস্কার দিয়েছে। তার কারনেই আজ দেশের তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধীরা শিশুরা মূল্যায়িত হচ্ছে। অনুষ্ঠানে প্রতিবন্ধী অটিজম, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।