কালিগঞ্জ

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১শ ৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

By daily satkhira

November 27, 2019

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ ৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। তবে মাদক ব্যবসায়ী ও কুখ্যাত চোরাকারবারী আব্দুল খালেক সহ তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ফেন্সিডিল উদ্ধারের ঘটনাটি কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউপি’র খারহাট নামক স্থানে ঘটেছে। থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফেন্সিডিলের একটি বস্তা নিয়ে চোরাকারবারীরা আসছে এমন সংবাদে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারী আঃ খালেক সহ তার সহযোগীরা বস্তাভর্তি ফেন্সিডিল ফেলে দ্রুত ছটকে পড়ে। এসময় খারহাট ওয়াপদা সংলগ্নে ভেঁড়ির উপরে বস্তা ভর্তি ১ শ ৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় ভাড়াশিমলা ইউপির কামদেপপুর এলাকার কুখ্যাত চোরাকারবারী আব্দুল খালেক সহ ২/৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে। থানায় এ সময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইমলাম জামি উপস্থিত ছিলেন এবং তিনি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে উপস্থিত সংবাদকর্মীদের জানান। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্হ মোঃ দেলোয়ার হুসেন এর নিকট জানতে চাইলে তিনি ১৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধারের কথা স্বীকার করে বলেন এঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের হচ্ছে।