স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে আহবায়ক মাও: হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রউফ এর সঞ্চালনে এক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাশিপ এর জেলা আহবায়ক এম সুশান্ত। বক্তব্য রাখেন নলতা আহসানিয়া মিশনের অধ্যক্ষ মাও: শফিউল্লাহ হাবিবি, মাও: আক্তারুজ্জামান, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম, তবিবুর রহমান, আ: সালাম প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সকল মাদ্রাসা শিক্ষকদের এককাতারে আসার জন্য আহবান জানিয়ে বলেন, এই সংগঠনের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান অতিথি শেখ হাসিনা শিক্ষাবান্ধব বিষয় সমূহকে জনগনের সামনে তুলে ধরার জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান করেছেন। আসন্ন দাখিল পরীক্ষাসহ সকল পরীক্ষার সার্বিক দায়িত্ব স্বাশিপ এর উপর অর্পিত হবে। এ ছাড়া তিনি দাখিল পরীক্ষার সাতক্ষীরা ০১ কেন্দ্রের হল সুপার জমিয়াতুল মোদারিসীনের সদর উপজেলা সাধারণ সম্পাদক মাও: জালালউদ্দিনের পরিবর্তে অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমানের উপর দায়িত্ব দেওয়ার জন্য জেলা প্রশাসক সহ সকলের দৃষ্টি আকর্ষণ করেন। প্রেস বিজ্ঞপ্তি