জাতীয়

হলি আর্টিজান মামলার রায়ে সন্তুষ্ট বিএনপি -মির্জা ফখরুল

By Daily Satkhira

November 29, 2019

দেশের খবর: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করে রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি। একইসঙ্গে ভবিষ্যতে যেন বাংলাদেশে এ ধরনের জঙ্গি হামলার ঘটনা আর না ঘটতে পারে সেজন্য সরকারের উদ্যোগে সব দলকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদবিরোধী ‘জাতীয় ঐক্যের’ দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। কৃষিবিদ ইনিস্টিটিউশনের সাবেক মহাসচিব জাবেদ ইকবাল স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘হলি আর্টিজানের রায়ে আমরা সন্তুষ্ট এজন্য যে, এ রায়ে ভয়ঙ্কর ও ভয়াবহ হয়ে উঠা জঙ্গিবাদ, যা মানব সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, তার বিরুদ্ধে একটা রায় হয়েছে। সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি।’

ফখরুল আরো বলেন, ‘আমরা এটাও আশা করছি, এধরনের ঘটনা বাংলাদেশে ভবিষ্যতে যাতে না ঘটে, তার জন্য সবাই সচেতন থাকবে। কিন্তু সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। এই ঘটনা ঘটানোর সুযোগ থাকে কোথায়? তখনই সুযোগ সৃষ্টি হয় যখন মানুষ কথা বলতে পারে না, যখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারায়, যখন মানুষ তার ব্যথা-বেদনা, আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করতে পারে না। আজকে আওয়ামী লীগ সরকার ১০-১২ বছর ধরে দেশে এই অবস্থাই তৈরি করে রেখেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল নাসিম সাহেব একটা বলেছেন, কথাটা ঠিক নয়। তিনি বলেছেন, হলি আর্টিজানের যে রায় হয়েছে, সে বিষয়ে আমরা কিছু বলিনি। এটাও ঠিক নয়। হলি আর্টিজানের রায় যেদিন হয়েছে, সেদিন আমাকে কয়েকজন সাংবাদিক ফোন করেছেন। আমি আমাদের প্রতিক্রিয়া সেখানে দিয়েছি। হলি আর্টিজান হামলার পর আমরাই প্রথম সংবাদ সম্মেলন করেছিলাম। সেই সংবাদ সম্মেলনে আমরা জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছিলাম। সরকারের উচিত হবে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান করে একটা বৈঠকের মাধ্যমে এই জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই জঙ্গিবাদ আমাদের সমস্ত সভ্যতাকে বিনষ্ট করে দিচ্ছে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশীদুল হাসান হারুনের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্যে রাখেন।