সাতক্ষীরা

সাতক্ষীরায় দিনব্যাপি ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কার্যক্রম

By daily satkhira

December 01, 2019

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দিনব্যাপি ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। “ সমবায় শক্তি, সমবায়-ই মুক্তি” স্লোগানের মধ্যে দিয়ে সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা সমবায় কার্যালয়ের সার্বিক তত্বাবধায়নে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০ টায় উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমবায় (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাসান মাহমুদ, উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান। কোর্স পরিচালক ছিলেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মোঃ আশরাফ আলী। সহকারী পরিচালক ছিলেন, উপজেলা সহকারী পরিদর্শক বিদ্যুৎ কুমার দেবনাথ। কোর্সে সদর উপজেলার ০৮টি সমবায় সমিতির ২৫জন সমবায়ী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সমবায় সমিতির ব্যবস্থাপনা, মানি লন্ডারিং, কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।