শ্যামনগর

শ্যামনগরে আদি যমুনার উপরে আবারো অবৈধভাবে ঘর উত্তোলন

By Daily Satkhira

April 03, 2017

ডেস্ক রিপোর্ট : শ্যামনগরের যমুনা পুনরুদ্ধার ও দখলমুক্ত করতে দীর্ঘদিন চলছে আন্দোলন যা কার্যত নিস্ফল হতে চলেছে। একের পর এক অবৈধভাবে দখল হতে চলেছে শ্যামনগরের আদি যমুনা যা ভবিষ্যৎ প্রজন্মকে গল্পের মাধ্যমে শুনানো ছাড়া আর কোন পথ থাকবেনা। যখনি আদি যমুনা রক্ষার্থে নকিপুর শ্বশান থেকে চন্ডিপুর ব্রিজ পর্যন্ত আদি যমুনা নদীতে দ্রুত খনন, নকিপুর শ্বশানের সামনে সওজ সড়কে ব্রিজ নির্মান,চন্ডিপুরের কালভাট ভেঙ্গে নদীর প্রসশ্বতা অনুযায়ী ব্রিজ নির্মাণ, গোডাউন মোড়ে নুরনগর সড়কে যমুনা নদীর উপর ব্রিজ নির্মাণ, মাদার নদীর সংযোগস্থল হতে সকল বাধা অপসারণ করে ইছামতি, আদি যমুনা, মাদার নদী হয়ে সাগরের প্রবাহ পথ উম্মুক্ত করা, কমপে ১০০ ফুট প্রশস্থ খননকৃত আদি যমুনার নদীর দু’ধার দিয়ে রাস্তা তৈরি করা, সেখানে বনায়ন করা ও বৈকালিক এবং প্রাতঃকালীন চলাচলের পথ তৈরি পুর্বক একটি পরিকল্পিত ইকো-পর্যটন মুলক ব্যবস্থাপনা নির্মান এগুলো নিয়ে যখন একের পর এক মানব বন্ধন ,স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে শ্যামনগরের সচেতন মহল। ঠিক তখনি কিছু স¦ার্থনেশী মহল আদি যমুনাকে বিলিন করে দিতে উঠে পড়ে লেগেছে। সরজমিনে দেখা গেছে শ্যামনগর টি,এন,টি অফিসের সামনে যমুনা নদীর উপর একের পর এক গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা। এতদিন অল্প পরিশরে দখল হলেও বর্তমানে মেসার্স গাজী ট্রেডিং সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ভাবে দখল বুনেছে স্থানটিতে। এ প্রসঙ্গে শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ সাদীদের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, “আমাদের কাছে ৪ মাস আগের একটা তালিকা আছে সে অনুযায়ী আমরা অবৈধ স্থাপনা তুলে ফেলতে নোটিশ করেছি, তবে যদি কোন ব্যক্তি সম্প্রতি সময়ে ঘর বেধে থাকে তাহলে সেটাও অবৈধভাবে বাধার কারণে উচ্ছেদ করা হবে।” অন্যদিকে এভাবে যেন আর কোন অবৈধ দখলকারী আদি যমুনার বুকে স্থাপনা না করতে পারে সে জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে শ্যামনগরের সুশীল সমাজ।