সাতক্ষীরা

সাতক্ষীরায় বিশ্ব টয়লেট দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি

By daily satkhira

December 01, 2019

সাতক্ষীরায় বিশ্ব টয়লেট দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে ৩০ নভেম্বর ২০১৯ তারিখ রোজ শনিবার ভাই ভাই ট্রেডার্স, সার্কিট হাউজ মোড়, সাতক্ষীরাতে ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে আশা’র জেলা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহন করেন শেখ শফিক-উদ-দৌলা সাগর, কাউন্সিলর, ৮ নং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা। বিশেষ অতিথির আসন গ্রহণ করেন মো. জিয়াউর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা, সাতক্ষীরা পৌরসভা ও মো. ফকরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, আশা। কেহ পিছে পড়ে রবে না এই শ্লোগানকে সামনে রেখে স্থায়িত্বশীল লক্ষ্য মাত্রা ৬ অর্জনে ওয়াস এসডিজি প্রকল্প সাতক্ষীরা, কলারোয়া ও বরগুনা পৌরসভায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার উন্নত ও মর্যদাপূর্ণ জীবন যাপন, গুণগতমানের টয়লেট স্থাপন ও স্থায়িত্বশীল লক্ষ্য মাত্রা-৬ অর্জন, ঘরে ঘরে টয়লেট স্থাপন মর্যাদাপূর্ণ জীবন যাপন এবং টয়লেটের বর্জ্য সুস্থ ব্যবস্থাপনা করব রোগমুক্ত জীবন গড়ব এসকল শ্লোগানে ভরপুর অনুষ্ঠানে স্যানিটেশন ব্যবসায়ী ও কমিউনিটি পর্যায়ের টয়লেট ব্যবহারকারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উন্নতমানের টয়লেট স্থাপন ও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারের উপর গুরুত্ব প্রদান করা হয়। তাছাড়া উন্নত টয়লেট ব্যবহার মানুষের মর্যদা বৃদ্ধি ও টয়লেটের বর্জ্য ব্যবস্থাপনার উপর ও গুরুত্ব প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রেস বিজ্ঞপ্তি