সাতক্ষীরা

সাতক্ষীরায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের তিন দশক পূর্তি অনুষ্ঠান

By daily satkhira

December 01, 2019

প্রেস বিজ্ঞপ্তি: ১ ডিসেম্বর রোববার বিকেল ৫টায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের তিন দশক পূর্তি উপলক্ষ্যে সাতক্ষীরা মায়ের বাড়ী মন্দির প্রাঙ্গণে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালের ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ গঠিত হয়। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় ২০১২ সালে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে প্রথমে প্রদীপ প্রজ্বলন করে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানো হয়। প্রভাষক অমিত হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক সাতক্ষীরা জেলা সমন্বয়কারী সিনিয়র অফিসার আশুতোষ কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সঙ্গীত শিল্পী তৃপ্তি মোহন মল্লিক, প্রাক্তণ সভাপতি অধ্যক্ষ নির্মল কুমার দাশ, ¯িœগ্ধা নাথ, সহসভাপতি গৌরাঙ্গ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার সরকার, প্রচার সম্পাদক মলয় কুমার, কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র, দিপঙ্কর ঘোষ, রাহুল ঘোষ প্রমুখ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ। সভায় বক্তারা বলেন স্বামী বিবেকানন্দের আদর্শে জীবন গঠন করতে পারলে সমাজ ও রাষ্ট্রে শান্তির বারতা বর্ষিত হবে।