সাতক্ষীরা

সিএস রেকর্ড অনুযায়ী খনন হবে প্রাণ সায়র খাল, তদারক কমিটির পরিদর্শন

By daily satkhira

December 03, 2019

নিজস্ব প্রতিনিধি : প্রাণ সায়র খাল পুন:খননের প্রাক্কালনে অনিয়মের অভিযোগ তদারক কমিটি তৃতীয় দিনে এল্লাচর হতে শহরের বড় বাজার পর্যন্ত একাধিক পয়েন্ট পরিদর্শন করেছেন। এসময় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা , এল জি ই ডি কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তারা। তদারকি কমিটি মঙ্গলবার সকালে এল্লাচর এলাকা খালের গভীরতা, বেড মাপ জরিপ এবং প্রাক্কালনের যথার্থতা যাচাই করেন করেন । এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী,নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, জেলা নাগরিক  কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান, এসও সাঈদুজ্জামান, সাঈদুর রহমান রহমান, সাতক্ষীরা ডিসি অফিসের সার্ভেয়ার শফিক প্রমুখ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, সিএস রেকর্ড অনুযায়ী খনন করা হবে প্রাণ সায়র খাল। খনন কাজ অবশ্যই সঠিকভাবে বুঝে নেওয়া হয়। যথাযথভাবে খনন করা হলে নাগরিক অবশ্যই সাধুবাদ জানাবে।