কালিগঞ্জ ব্যুরো : মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, যুব সমাজকে ধবংস করার একমাত্র হাতিয়ার হলো মাদকদ্রব্য। মাদকের মরণ নেশায় দিশেহারা হয়ে যুব সমাজ আজ পথভ্রষ্ঠ। সারাদেশে মাদক বিরোধী অভিযান চলছে সেই মুহুর্ত্বে থানা পুলিশের মাদক বিরোধী প্রচার ও প্রচারনাকে স্বাগত জানিয়ে মাদক স¤্রাট ও ব্যবসায়ি আব্দুল্লাহ পাড় (৩৮) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তিনি উপজেলার ভাড়াশিমলার ইউনিয়নের কামদেবপুর গ্রামের মৃত দূর্লভ পাড়ের ছেলে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক জানান, ভারত সীমান্তবর্তী ভাড়াশিমলা এলাকায় আব্দুল্লাহ পাড় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বেঁচাকেনার সাথে জড়িত ছিল। সে ছিল সীমান্ত এলাকার মাদক সিন্ডিকেটের প্রথম সারির একজন ব্যক্তি। আমরা দীর্ঘদিন ধরে তাকে ধরার জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছিলাম। মাদকের ভয়াবহ কু-ফল সম্পর্কে তার ভেতর জ্ঞান ফিরে আসায় সোমবার বেলা ১১টায় স্ব-শরীরে থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হকের কাছে আত্মসমার্পণ করে। মাদক সিন্ডিকেটের হোতা আব্দুল্লাহ পাড় সাংবাদিকদের জানান, পারিবারিক জীবনে ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক তিনি। জীবদ্দশায় আর কখনো মাদক ব্যবসা করবে না মর্মে মায়ের মাথায় হাত রেখে শপথ নিয়ে থানায় এসে ওসি সাহেবের কাছে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেছি।