আশাশুনি

আশাশুনিতে জুনিয়র বৃত্তি পেয়েছে ১৭ প্রতিষ্ঠানের ৮৬ জন

By Daily Satkhira

April 04, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার ১৭ প্রতিষ্ঠানের ৮৬ জন ছাত্রছাত্রী জুনিয়র বৃত্তিলাভ করেছে। যার মধ্যে ২৪ জন ট্যালেন্টপুলে এবং ৬২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানের কয়েকটি ফলাফল প্রকাশ করা হলো। আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় ঃ ২০৭ জন জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং ২০৬ জন পাশ করেছিল। যার মধ্যে শ্রাবনী পাল তুলি, গোলাম আজম, রায়হান বাদশা, মোমতাহেনা ঐশী ও ফারিহা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এছাড়া ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ঃ ১৮৫ জন জেএসসিতে অংশ নিয়েছিল। ট্যালেন্টপুলে ১ জন, রাশেদুজ্জামান রাজা ও সাধারণ গ্রেডে ৭ জন মোট জন বৃত্তিলাভ করেছে। শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় ঃ ১২৩ জন জেএসসিতে অংশ নিয়ে ১০০% কৃতকার্য হয়েছিল ১৩ জন গোল্ডেন প্লাসসহ ৩৭ জন এ+ পেয়েছিল। ট্যালেন্টপুলে ৪ জন, নিরুপম সরকার (উপজেলায় ২য় স্থান), মার্জিয়া খাতুন, ফতেমা খাতুন ও আরিফা খাতুন। সাধারণ গ্রেডে লাবিবা সালিহা অন্তার। মোট ৫ জন বৃত্তি পেয়েছে। বদরতলা মাধ্যমিক বিদ্যালয় ঃ ৯৯ জন পরীক্ষাং অংশ নিয়ে !০০% কৃতকার্য। ট্যালেন্টপুলে ৩ জন, নাইম সিদ্দিক, তপু মন্ডল ও সাবিয়া শবনম মুন্নী। সাধারণ গ্রেডে ৫ জন বৃত্তিলাভ করেছে। খরিয়াটি হাই স্কুল ঃ ৮৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০০% কৃতকার্য। ট্যালেন্টপুলে ৩ জন, মার্জিয়া মাহবুব, শমিষ্ঠা বৈদ্য ও সাথী রানী মন্ডল। সাধারণ গ্রেড পেয়েছে ৪ জন। মিত্র তেঁতুলিয়া হাই স্কুল ঃ ৯১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০০%কৃতকার্য। ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেড পেয়েছে ৪ জন। বড়দল কলেঃ স্কুল ঃ ১৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০০% কৃতকার্য। ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছে ২ জন, জুবায়ের হোসেন ও আঃ আলিম। কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় ঃ ১৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০০% কৃতকার্য। সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে ৩ জন। শরাপপুর মাধ্যমিক বিদ্যালয় ঃ ৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০০% কৃতকার্য। সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে ১ জন, প্রিতম সানা। গাবতলা হাই স্কুল ঃ সাধারণ গ্রেডে বৃত্তলাভ করেছে ১ জন।