সাতক্ষীরা

সাতক্ষীরায় “ভিশন-২০২১” বাস্তবায়নের লক্ষ্যে সমম্বয় সভা

By daily satkhira

December 04, 2019

নিজস্ব প্রতিনিধি : গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের “ভিশন-২০২১” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মস্ত্রনালয় ও বিশ^ব্যাংক এর অংশীদারিত্বে নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরা ও এসডিএফ এর উদ্যোগে যৌথ সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন রুমে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ সাতক্ষীরা শেখ মফিজুর রহমান। এ সময় সিনিয়ার রুরাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট বিশ^ব্যাংক মি. সিানথামারি মনোহারন, ব্যবস্থাপনা পরিচালক সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ জেড এম সাখায়াত হোসেন, এসডিএফ এর প্রধান কার্যালয় পরিচালক মোঃ গোলাম ফারুখ, মাহবুবুল আলম, এসডিএফ এর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ হেদায়েত উল্লাহসহ জেলা জজ শিপের অন্যান্য বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন ।