নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতায় কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা-২০১৬ এর বৃত্তির সাফল্য অর্জিত হয়েছে। সদ্য প্রকাশিত বৃত্তির ফলাফলে অত্র প্রতিষ্ঠান থেকে ৪ জন ট্যালেন্টপুল ও ১৭ জন সাধারাণ গ্রেডসহ মোট ২১ জন পরীক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো-আহ্ছান রাজীব প্রান্ত, আব্দুল্লাহ সামি, আজিজুন্নাহার, নিশাত তাসনিম এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো-শাহরিয়ার আহ্ছান জোহা, আরাফাত হোসেন, মো: শাকিব হোসেন, মো: ফারুক হোসেন, নাঈম আহমেদ, মো: ইব্রাহিম হোসেন, মো: সাদমান সৌমিক, মো: রেদওয়ান হোসেন, শেখ আরাফাত ইসলাম, ঐশী ঘোষ, সাদিয়া ওহাব, মালাইকা মাহজাবিন, সুরাইয়া ইয়াসমিন, রাফিয়া জান্নাত, সাবরিনা মমতাজ, মোছা: শামীমা সুলতানা অন্তরা, জান্নাতুল মাওয়া। এর আগে ২০১৬ সালে উক্ত প্রতিষ্ঠান থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৪ জন। শতভাগ পাশের পাশাপাশি ৪২ জন গোল্ডেনসহ ৭০ জন এ+ এবং ৪ জন পরীক্ষার্থী এ গ্রেড প্রাপ্ত হয়। এদিকে সদ্য প্রকাশিত ২০১৬ সালের জেএসসি বৃত্তির ফলাফলে নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন সাধারণ গ্রেডে, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১ জন সাধারণ গ্রেডে, তারালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারণ গ্রেড সহ ৪ জন, চাম্পাফুল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন ট্যালেন্টপুল ও ২ জন সাধারণ গ্রেডসহ মোট ৪ জন বৃত্তি পেয়েছে বলে জানা গেছে।