সাতক্ষীরা

সাতক্ষীরায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির আট দফা দাবিতে মানববন্ধন

By daily satkhira

December 05, 2019

আসাদুজ্জামান : জাত পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন সমাবেশ কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখা এ মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, কেন্দ্রীয় নারী কমিটির সম্পাদিকা জয়ন্তি রানী দাশ, দিলীপ কুমার দাশ, প্রবীর দাশ, তপন দাশ, স্বরশতি রানী, বেজুল ইসলাম, মন্টু দাশ সালাউদ্দিন প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন দুলাল চন্দ্র দাশ। বক্তারা বলেন, ৫ ডিসেম্বর বিশ্ব মানবিক দিবস ও ১০ ডিসেম্বর আন্তজার্তিক মানবাধিকার দিবস ঘোষনা করতে হবে। টেকসই উন্নয়নে দলিত জনগোষ্টিকে পেছনে রাখা যাবে না। সংসদে দলিত জনগোষ্টিকে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এছাড়া আট দফা দাবী উপস্থাপন করা হয়।