সাতক্ষীরা

নানা আয়োজনে সাতক্ষীরায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন

By daily satkhira

December 05, 2019

প্রেস বিজ্ঞপ্তি : ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ,(ভিবিডি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজন ছিলো দিনব্যাপী সমাজ সেবা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিটে জেলা প্রশাসক সাতক্ষীরা এস এম মোস্তফা কামাল এর উপস্থিতিতে ভি বি ডি সাতক্ষীরা জেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পলাশপোল এলাকা থেকে শুরু করে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম পর্যন্ত সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রাণ সায়েরের খালের প্রাণ ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে দুপাশের প্লাস্টিক এবং পলিথিন পরিষ্কার করে। সকাল ১১ টা ৩০ থেকে শুরু হয় শুভেচ্ছা কার্ড বিতরণী। সমাজে যারা আমাদের দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন অনবরত সেবা দিয়ে যাচ্ছে ভি বি ডি সাতক্ষীরা তাদের কাজের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের হাতে তুলে দেয় ধন্যবাদের বার্তা ও সাথে লাল গোলাপের শুভেচ্ছা। এসময় তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিভিল সার্জন, পুলিশ সুপার,প্যানেল মেয়র সাতক্ষীরা পৌরসভা, সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার বৃন্দ, উপজেলা চেয়ারম্যান সাতক্ষীরা, ফায়ার সার্ভিস,আনসার বিডিবি , ট্রাফিক পুলিশ,র‌্যাব সদস্য, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ এবং সমাজের সর্বোস্তরের পেশাজীবী মানুষ যারা অক্লান্ত পরিশ্রম এবং কর্মের বিনিময়ে আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে তাদেরকে ফুল এবং শুভেচ্ছা কার্ড দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার জন্য দুপুর ৩ টা থেকে শুরু হয় মাদক বিরোধী সাইকেল র‌্যালি। র‌্যালিটি সমগ্র সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা জেলাকে পাখির কলোতানে মুগ্ধ করে তুলতে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস এর উপস্থিতি এবং তার উদ্বোধনীর মাধ্যমে ছাত্রাবাস প্রাঙ্গনকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়। পাখিদের জন্য ছাত্রাবাস প্রাঙ্গনের গাছে মাটির হাড়ি স্থাপন করা হয়। সমস্ত সময় জুড়ে তাদের সাথে ছিলো ভি বি ডি খুলনা বিভাগীয় সভাপতি আরিফুল হক। ভিবিডি সাতক্ষীরা এর সকল সদস্যের অংশগ্রহণে সকল কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়। সকল তরুন সমাজকে দেশের জন্য এগিয়ে এসে নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে দেশকে নতুন ভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে দিনব্যাপি এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।