প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ছাত্র মৈত্রী’র ৩৯ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পুরাতন আইনজীবী মিলনায়তনে জেলা ছাত্রমৈত্রীর যুগ্ন আহবায়ক দিবাশীষ সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও জর্জ কোটের এপিপি এড. ফাহিমুল হক কিসলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জি: আবেদুর রহমান, জেলা ছাত্রমৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক দিবাশীষ মন্ডল, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি পলাশ দাশ, জেলা ছাত্রমৈত্রীর সদস্য হেলাল খান, বেলাল হোসেন, আনন্দ সরকার। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আগে শহীদ জোবায়ের চৌধুরী রীমু’র স্মৃতি ফলকে পুষ্প মাল্য অর্পন করেন নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষাঙ্গনের ঘুষ-দুর্নীতি-সন্ত্রাস-দখলদারিত্ব সহ সকল কায়েমি স্বার্থকে পরাস্থ করে অসাম্প্রদায়িক ছাত্র- শিক্ষক -জনতার ঐক্য গড়ে তুলতে হবে এবং ছাত্রমৈত্রীর গৌরব উজ্জ্বল ধরে রাখতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রমৈত্রীর যুগ্ন আহবায়ক এস এম সাকিব মোড়ল।