সাতক্ষীরায় নবগঠিত বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ক্লিনিক ও ডায়াগনিষ্টিক প্রতিষ্ঠানিক শাখা সাতক্ষীরার পরিচিতি সভা গত ৬ই ডিসেম্বর-২০১৯ শুক্রবার সন্ধ্যায় সংগঠনের জেলা কার্যালয়ে ডাঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধৃ পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাতিষ্ঠানিক শাখার জেলা সাধারণ সম্পাদক মাষ্টার নির্মল কুমার দাশ, সাতক্ষীরা জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, কুঠির শিল্প সম্পাদক মোছাক সরদার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, জেলা কার্যনির্বাহী সদস্য ডাঃ শহিদুল চৌধুরী, সাতক্ষীরা পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু, পৌর দপ্তর সম্পাদক ফারুক হোসেন। ক্লিনিক ও ডায়াগনিষ্টিক প্রাতিষ্ঠানিক শাখার জেলা সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক এসকে জাহাঙ্গীর আলম, সমাজ কল্যান সম্পাদক রেক্সোনা পারভীন, নির্বাহী সদস্য আবু সুফিয়ান ফয়সাল প্রমুখ। পরিচিতি সভায় সংগঠন কে গতিশীল আনায়নে উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামো স্থাপনসহ মুজিববর্ষ উদযাপনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর উদ্যোগে বহুমাত্রিক কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবায় বিভিন্ন সেবা প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিচিতি সভা শুরুতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ কে ফুলেল শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি