রাজনীতি

আজ সাতক্ষীরা সদর ও পৌর আ’লীগের সম্মেলনে আলোচিত প্রার্থী যারা

By Daily Satkhira

December 07, 2019

নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতীক্ষিত সাতক্ষীরা সদর উপজেলা ও সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সম্মেলন আজ। ত্রি-বার্ষিক এ সম্মেলন সফল করতে শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে সাজানো হয়েছে নান্দনিক রূপে। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা নেতাকর্মীদের সমর্থন আদাইয়ের লক্ষ্যে প্রচার-প্রচারণা চালিয়েছেন। সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল মাহামুদ স্বপন এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি এসএম শওকাত হোসেন কোনো পদে প্রার্থঅ হতে পারছেন না। ফলে সভাপতি পদে আসছেন নতুন মুখ। প্রার্থীদের মধ্যে সভাপতি পদে প্রায় নিশ্চিত বর্তমান সাধারণ সম্পাদক মো. শাজাহান আলী। যদিও প্রচারে আছেন ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আ. লীগ নেতা মো. শহিদুল ইসলাম ও বৈকারী ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন মো. মোস্তাফিজুর রহমান নাছিম, শেখ আব্দুর রশিদ, এহছান বাহার বুলবুল, সরদার নজরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, প্রভাষক এম সুশান্ত, ওবায়দুর রহমান লাল্টু, মাস্টার মফিজুল রহমান প্রমুখ। তবে সরাসরি কাইন্সিলরদের ভোটে প্রার্থী নির্বাচনের প্রশ্ন আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তরুণ ব্যবসায়ী ও সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান নাছিম ও সফল ব্যবসায়ী এহছান বাহার বুলবুলের মধ্যে। অন্যদিকে, পৌর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি মো. আবু সায়ীদ ও নাছেরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। সমঝোতার মাধ্যমে নেতা নির্বাচন সম্পন্ন না হলে এই পদে জোর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। পৌর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সুবিধাজনক অবস্থায় রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আনিছ খান চৌধুরী বকুল।