সাতক্ষীরা

সাইফুল্লা লস্করের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

By daily satkhira

December 07, 2019

প্রেস বিজ্ঞপ্তি : প্রয়াত কৃষক নেতা সাইফুল্লা লস্কর ছিলেন একজন নির্ভেজাল দেশপ্রেমিক গরীব মানুষের বন্ধু। তিনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভূমিহীন কৃষক ক্ষেতমজুরদের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করে গেছেন। যেখানে অন্যায় অনাচার সেখানেই তিনি ছুটে যেয়ে সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। সেই মানুষটির হত্যাকারীদের চিহ্নিত না করে হত্যা মামলার ফাইনাল রিপোর্ট দেওয়াটা দুঃখজনক। এই হত্যার বিচার হতেই হবে। গণমানুষের পক্ষে তার যে সংগ্রামী আদর্শ সেটিকে বাঁচিয়ে রাখার মধ্যদিয়ে ভূমিহীন গরীব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রয়াত কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স ম আলাউদ্দিন মিলনায়তনে কেন্দ্রীয় ভূমি কমিটির আয়োজিত আলোচনা সভার বক্তারা এ আহবান জানান। কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. পুলিন বিহারী সরকার উক্ত সভা পরিচালনা করেন। বক্তব্য রাখেন, মো. আনিসুর রহিম, অধ্যক্ষ আশেক ই এলাহী, সাংবাদিক কল্যাণ ব্যনার্জি, এড. শেখ আজাদ হোসেন বেলাল, এড. শাহানাজ পারভীন মিলি, মুক্তিযোদ্ধা ময়নুল হাসান, মাহফুজুর রহমান মুকুল, অধ্যাপক আব্দুল খালেক, ওহাব আলী সরদার, আনোয়ার জাহিদ তপন, আলী নুর খান বাবলু, ইয়াহিয়া ইকবাল, প্রভাষক ময়নুল ইসলাম, এড. মনির উদ্দিন, মনিরুজ্জামান জোয়াদ্দার, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ। আলোচনা সভায় দেবহাটার নোড়ারচারকুনি আবাদ, কালিগঞ্জের বৈরাগীর চক ও চিংড়িখালী, আশাশুনির বলাবাড়িয়া, পাইকগাছার রামনাথপুরসহ বিভিন্নস্থানে খাসজমিতে বসবাসরত ভূমিহীনদের খাসজমি বন্দোবস্তের আন্দোলন ও সরকারি পর্যায়ে আলাপ আলোচনার কার্যক্রম জোরদার করার আহবান জানানো হয়। এছাড়া পারুলিয়ার সাপমারা খালসহ বিভিন্নস্থানে সাম্প্রতিক উচ্ছেদ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত ভূমিহীন ছিন্নমূল মানুষকে পুনর্বাসন করার পক্ষে জেলা প্রশাসকের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করার দাবী জানানো হয়।