সাতক্ষীরা

সাতক্ষীরা মুক্ত দিবসে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখার সভা

By daily satkhira

December 07, 2019

প্রেস বিজ্ঞপ্তি : গৌরবোজ্জ্বল সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরার উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গত ৭ই ডিসেম্বর-২০১৯ শনিবার সকাল ১০ টায় দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ডাঃ মোঃ আব্দুল কাদের। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ বলেন মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা এই দিনে সাতক্ষীরা পাক হানাদার মুক্ত হয়েছিলো। বাঙালির হাতে উড়েছিলো বহু প্রতিক্ষীত বিজয়ের পতাকা। পাক হানাদার মুক্ত হয়ে সমগ্র সাতক্ষীরা এলাকার মানুষের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছিলো। মহান মুক্তিযুদ্ধের এই দিনে সাতক্ষীরার মানুষ খুঁজে পেয়েছিল দীর্ঘদিনের যুদ্ধ বিজয়ের আনন্দ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, জেলা কুটির শিল্প সম্পাদক মোছাক সরদার, আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায়, ক্লিনিক ও ডায়াগনিষ্টিক প্রাতিষ্ঠানিক শাখার সাধারণ সম্পাদক এম এ মামুন বিশ্বাস, সদর উপজেলা সভাপতি সৈয়দ আব্দুল সেলিম, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখার সাধারণ সম্পাদক সজিব ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি ডাঃ বিনয় কৃঞ্চ মন্ডল, যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ কামাল পাশা, সাংগঠনিক সম্পাদক মোক্তারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ আসাদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখার সাহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ হাফিজুর রহমান ও পবিত্র গীতা পাঠ করেন সহ-সভাপতি ডাঃ নির্মল সরকার। আলোচনা সভা শেষে সাতক্ষীরা জেলায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পল্লী চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একে অপরের পরিচিতি হন এবং সংগঠনের শফথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।