কলারোয়া

কলারোয়ায় ৩ গাজাসেবী ও এক ওষুধ ফার্মেসী মালিককে জরিমানা

By Daily Satkhira

April 04, 2017

জুলফিকার আলী, কলারোয়া : মঙ্গলবার বেলা ১২টার  দিকে সাতক্ষীরার কলারোয়ায় ওষুধ প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ অভিযানে ৩গাজা সেবনকারী ও এক ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত চলাকালে কলারোয়া উপজেলার কাজিরহাট হাইস্কুলের সামনে পুকুর পাড়ে গাজা সেবনকালে যশোরের  নওপাড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মিজানুর রহকমান (২৫) একই গ্রামের কালু ড্রাইভারের ছেলে আরিফুল ইসলাম (২৫) ও কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে টিপু সুলতান (২৩)কে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ২হাজার করে মোট-৬হাজার টাকার জরিমানা করেন আদালত। এরপর বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় জেলা ড্রাগ সুপার আব্দুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে যৌথ অভিযান চালিয়ে কলারোয়া পৌর বাজারের মৌসুমি ফার্মসীতে অভিযান পরিচালনা করেন। সেখানে কলারোয়া হাসপাতালের সরকারী ওষুধ ও কিছু ভারতীয় ওষুধ থাকায় তাকে তাৎতক্ষণিকভাবে ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন কলারোয়া উপজেলার কেমিস্ট এ্যান্ড  ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ শামসুর রহমান, কলারোয়া থানার এসআই মাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী এমএ মান্নান ও সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।