সাতক্ষীরা

বেতনা ও অন্যান্য নদী বাঁচাও আন্দোলনের কার্যনির্বাহী কমিটির সভা

By daily satkhira

December 08, 2019

প্রেস বিজ্ঞপ্তি : জলাবদ্ধতা নিরসন করে প্রান্তীক চাষীদের চাষাবাদ, নিয়মতান্ত্রিক উপায়ে প্রাণ সায়ের খাল পুন:খননসহ পরিবেশ রক্ষার স্বার্থে বেতনা ও অন্যান্য নদী বাঁচাও আন্দোলনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোঃ আবুল হোসেন। বক্তব্য রাখেন, সংগনের যুগ্ম আহবায়ক শেখ আবু সুফিয়ান সজল, মোঃ আব্দুস সামাদ, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, যুগ্ম আহবায়ক শেখ শওকত আলী, শেখ তহিদুজ্জামান তোতা, সদস্য সচিব মফিজুর রহমান, সদস্য মোঃ রহমত আলী,বাবলু হাসান, শ্রী রিংকু রাণী প্রমুখ। বক্তারা বলেন, সদরের লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা, আগরদাড়ী, শিবপুর, কুশখালী, বাঁশদহা, ফিংড়ী, ব্রহ্মরাজপুর, ধুলিহর, বৈকারি ইউনিয়নের প্রায় দেড় হাজার একর জমি বর্তমানে পানিতে তলিয়ে রয়েছে। প্রাণ সায়ের খাল খননের নামে জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদারকি কমিটির নেতৃবৃন্দের প্রতিবেদন জমা দেওয়ার পূর্বেই গোপনে বাধ দিয়ে খাল খনন যেন তেনভাবে শুরু করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এতে করে একদিকে প্রায় দেড় হাজার একর জমি পানিতে তলিয়ে আছে। ফলে ইরি ধান চাষ বন্ধ হয়ে যাচ্ছে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্য দিকে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে প্রাণ সায়ের খাল খননের নামে হরিলুট হচ্ছে। বক্তারা অবিলম্বে প্রান্তীক চাষীরা যাতে চলতি ইরি মৌসুমে নির্বিঘেœ বীজতলা তৈরি করে ধান চাষ করতে পারে সে লক্ষ্যে প্রাণ সায়ের খালের সাথে সংযুক্ত বিলের পানি দ্রুত অপসারণের জন্য খালের মধ্যে ঠিকাদার কর্তৃক নির্মানাধীন বাধগুলো কেটে দিয়ে এবং খাল খননের অনিয়মের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেন।